শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউএনও’র বাসায় হামলা; আ’লীগের দুই নেতার জা‌মিন

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় আওয়ামী লীগের দুই নেতার জামিন মঞ্জুর হয়েছে। জামিন পাওয়া আওয়ামী নেতারা হলেন ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরুল ইসলাম মনির ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী তানভীর আহসান।

র‌বিবার (৫ সেপ্টেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করে।

জানা যায়, ১৮ আগস্ট নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এ দুজনের চোখে শটগানের গুলি বিদ্ধ হয়। প্রত্যেকের ডানচোখ দৃষ্টিশক্তি হারিয়েছে বলে জানা যায়। মনির ও তানভীর ঘটনার পরদিন থেকে ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে, দুই মামলায় গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ১২জন আওয়ামী লীগ নেতাকর্মী ২ সেপ্টেম্বর এবং ৯জন আওয়ামী লীগ নেতাকর্মী ২৫ আগস্ট একই শর্তে জামিন পেয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img