বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

সাংবাদিকদের কাজে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাংবাদিকদের অনেক ক্ষমতা। সমাজের উন্মোচন না হওয়া বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকদের এ কাজে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে বি.বাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে বি.বাড়িয়া প্রেস ক্লাবকে উপহার দেওয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ৮৬ বছর পর দুজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। এজন্য তারা সবার অভিনন্দন পাওয়ার যোগ্য। তারা সব ভয়ভীতি ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে সত্যপ্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাতে বিশ্বের সাংবাদিকরা উৎসাহিত হবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img