শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিক্ষা করতে নদী সাঁতরে ভারত থেকে বাংলাদেশে এসে আটক সীতারাম লাল চন্দ

ভারতের ছত্রিশগড় থেকে দুই মুঠো ভাতের জন্য নদী সাঁতরে বাংলাদেশে এসে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে পুলিশের হাতে আটক হয়েছেন সীতারাম লাল চন্দ (৫০)। তার বাড়ি ভারতের ছত্রিশগড়ের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীতারাম অনুপ্রবেশের বিষয়ে পুলিশের কাছে অবৈধ অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন।

তার দাবি, বাংলাদেশে আসার পেছনে তার মহৎ বা অসৎ কোনো উদ্দেশ্য নেই। শুধুমাত্র দুই মুঠো ভাতের জন্যই নদীর ওপার থেকে সাঁতরে এপারে এসেছেন।

জানা যায়, সিলেট নগরীর রেলস্টেশন সংলগ্ন ভার্থখলা এলাকায় বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে ভিক্ষা করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সীতারামের কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। গ্রেফতারের পর দক্ষিণ সুরমা থানা পুলিশ একটি মামলা করে। এএসআই আমিনুর রহমান মামলা দায়েরের পর তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img