শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

চলতি সপ্তাহ শেষে ফুরিয়ে যাবে অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ

চলতি সপ্তাহ শেষে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ একেবারেই ফুরিয়ে যাবে বলে জানা গেছে। টিকার ঘাটতি থাকায় প্রথম ডোজ নেওয়াদের মধ্যে ১৫ লাখ মানুষের টিকার দ্বিতীয় ডোজ পেতে দেরি হতে পারে।

রোববার (২৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক নাজমুল ইসলাম।

নাজমুল বলেন, নতুন করে টিকা না পেলে ১৫ লাখের কাছাকাছি মানুষের দ্বিতীয় ডোজের টিকা পেতে বিলম্ব হবে। সরকার আমেরিকা ও ব্রিটেনের যে বাড়তি টিকাগুলো আছে, সেগুলো থেকে আমাদের ঘাটতি টিকা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে আলোচনা চলছে। আমরা আশাবাদী, খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে।

ভারতে নতুন মহামারি কালো ছত্রাক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কালো ছত্রাক নিয়ে আমরা সতর্ক রয়েছি। আমরা চাই, এই কালো ছত্রাক যেন স্বাস্থ্য ব্যবস্থায় নতুন করে চাপ হয়ে না দাঁড়ায়।

নাজমুল আরও বলেন, আমরা জাতীয় কারিগরি কমিটি আলোচনা করছি। এছাড়াও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি। কালো ছত্রাক এলে এর চিকিৎসা কেমন হবে, ব্যবস্থাপনা কেমন হবে, সে সম্পর্কিত গাইডলাইন দেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img