বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

এক সপ্তাহে বেনাপোল চেকপোস্ট দিয়ে ৬০৭ জন দেশে ফিরেছেন

সীমান্ত লকডাউনের আগে ভারতে ঢুকে থাকা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের মধ্যে ঈদের পর থেকে শনিবার (২২ মে) পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে ৬০৭ জন বাংলাদেশী নাগরিক বাংলাদেশে ফিরে এসেছেন। আর এ সময় ৭৩ জন ভারতীয় নাগরিক ফিরে গেছেন।

ভারত থেকে ফিরে আসাদের মধ্যে ১৭ জন করোনা পজেটিভ ছিল। বাংলাদেশে ফিরে আসা সকলকেই নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন সুত্রে জানা গেছে, ভারতে করোনা ব্যাপক আকার ধারণ করায় বংলাদেশ সরকার ভারতের সাথে সকল সীমান্ত ২৬ এপ্রিল থেকে প্রথমে দুই সপ্তাহের সীমান্ত লকডাউন ঘোষণা করেন। পরে আবার সীমান্ত লকডাউন আরো দু’সপ্তাহ বাড়িয়ে দেন। সরকারি নির্দেশনা থাকে লকডাউনে ভেতরে যেসব বাংলাদেশী দেশে ফিরে আসবে তাদের সকলকেই নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সীমান্ত লকডাউনের কারনে দু’দেশে আটকা পড়ে দু’দেশের শত শত যাত্রী।

পরে দু’দেশে আটকে থাকা যাত্রীদের স্ব স্ব দেশের হাইকমিশনের অনুমতি সাপেক্ষে চেকপোস্ট দিয়ে নিজ নিজ দেশে ফিরছিলেন। অনুমতি পেতে সময় লাগায় ভারতে চিকিৎসা করতে যাওয়া যাত্রীরা হয়রানীতে পরেছিলেন বলে ফিরে আসা যাত্রীরা অভিযোগ করেছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img