মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে পশ্চিমাদের প্রতি আমিরাতের আহ্বান; যা বলছে হামাস

নিজেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন যায়েদের সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

রবিবার (১৩ জুন) দলটির মুখপাত্র হাজেম কাসিম এবিষয়ে একটি বিবৃতি দেন।

আমিরাতী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করতে পশ্চিমা দেশগুলোকে বিন যায়েদের আহবান আরব মূল্যবোধের সম্পূর্ণ বিপরীত। কেননা তা ব্যর্থ ইহুদি প্রপাগাণ্ডার সাথে তাল মিলিয়ে ফিলিস্তিনিদের পক্ষে থাকা আরব জনসাধারণের সমর্থনের বিরোধিতা করে।

জানা যায় গত সপ্তাহে আমেরিকান জিউশ কমিটির সম্মেলনে বক্তৃতাকালে আমিরাতী পররাষ্ট্রমন্ত্রী বিন যায়েদ হামাস, হিজবুল্লাহ ও মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন মহলের সমালোচনা করেন।

ইহুদিবাদীদের সম্মেলনে বিন যায়েদ বলেছিলেন, এটি খুবই দুঃখজনক যে, হামাস, হিজবুল্লাহ ও মুসলিম ব্রাদারহুডের মতো কয়েকটি সংগঠনের শ্রেণিবিন্যাসে কিছু দেশ সুস্পষ্ট আচরণ করছে না।

এছাড়াও তিনি বলেছিলেন, এটি খুবই হাস্যকর ব্যাপার যে কিছু সরকার একটি সংগঠনের শুধুমাত্র সামরিক শাখাকে সন্ত্রাসী সাব্যস্ত করছে। আবার সেই সংগঠনেরই রাজনৈতিক শাখার পিছনে অবস্থান নিচ্ছে! অথচ আলাদা দুটি শাখার মাঝে কোনো পার্থক্য নেই।

সূত্র: আনাদোলু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img