শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইসরাইলি রাষ্ট্রদূতকে বাসা ভাড়া দিচ্ছেন না মরক্কোর বাসিন্দারা

প্রায় ছয়মাস ধরে মরক্কোতে নিয়োগ পেয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড গভরিন। কিন্তু এখনও হোটেলে থেকে দূতাবাসের কার্যক্রম চালাচ্ছেন তিনি। কারণ, রাজধানী রাবাতের কোনো বাসিন্দা ইহুদিবাদী ইসরায়েলি দূতাবাসের জন্য বাসা ভাড়া দিচ্ছে না।

রবিবার (১৩ জুন) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার মাধ্যমে এই খবর পাওয়া যায়।

খবরে বলা হয়েছে, গত বছর চতুর্থ আরব দেশ হিসেবে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে মরক্কো। এরপর ইসরাইল ডেভিড গভরিনকে মরক্কো মিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়।

মরক্কো এবং ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মরক্কোর রাজধানী রাবাতের মানুষ ইসরায়েলি দূতের জন্য জায়গা বরাদ্দ দিচ্ছে না।

গত সপ্তাহ মরক্কোর স্থানীয় গণমাধ্যম আসাফিয়ার খবরে বলা হয়, ইসরায়েলি দূতের বাসস্থান খোঁজার জন্য ভাড়া করা এজেন্সি মরক্কোর মনোরম আবাসিক এলাকায় একটি উপযুক্ত বাসা খুঁজে পান। ফ্লাটটির প্রয়োজনীয় নিরাপত্তা থাকায় ইসরায়েলি দূত ডেভিড গভরিনও বাসাটি পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো-ভবনটির মালিক যখন জানতে পারেন ইসরায়েলি দূতের জন্য বাসা ভাড়া নেওয়া হচ্ছে, তখন তিনি বাসা ভাড়া দিতে অস্বীকৃতি জানান।

মরক্কোর নাগরিকরা সর্বশেষ ফিলিস্তিনে ইসরাইলের টানা ১১ দিন বোমা বর্ষণের প্রতিবাদে শহরগুলোতে বিক্ষোভ মিছিল করেছিল।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img