বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মিসরের আল-আজহারে ৫০ বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

আগামী বছর থেকে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি পাবেন ৫০ বাংলাদেশি শিক্ষার্থী। বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ কোটা থেকে অতিরিক্ত আরও ৩৩টি বৃত্তি দিয়ে আগামী বছর থেকে বাংলাদেশিদের জন্য ৫০টি কার্যকর করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিবছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১০টি শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৩ জুন) এক বৈঠকে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আল-ইমামুল আকবার আহমাদ আত-তায়্যিবের সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করে এ অনুরোধ জানান। আল-ইমামুল আকবার আগামী বছর থেকে বৃত্তি ৫০টি করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

৩ জুন পূর্বনির্ধারিত সময় দুপুর সাড়ে ১২টায় দুজনের এ রুদ্ধদার বৈঠক শেষে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, আলোচনা সফল হয়েছে। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের নানাবিধ সুযোগ-সুবিধা বাড়ানো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি।

বর্তমানে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ১৫ হাজার ১৫৫টি শ্রেণিকক্ষে ৩০ হাজারের বেশি শিক্ষক পাঠদান করেন। তাঁদের কাছ থেকে পাঠ গ্রহণ করেন পাঁচ লাখের বেশি শিক্ষার্থী। শিক্ষার্থীদের ২০ শতাংশ বিদেশি। বর্তমানে ১০২টি দেশের শিক্ষার্থী আল-আজহারে লেখাপড়া করছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img