শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

তুরস্ক, ব্রিটেন ও ইতালির প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত

তুরস্ক, ব্রিটেন ও ইতালির প্রতিরক্ষা পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ত্রিদেশীয় সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস ও ইতালির প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জো গুয়েরিনি।

শুক্রবার (১১ জুন) ইতালির সিসিলি আইল্যান্ডের অগাস্টা বন্দরে নোঙর করা বিমানবাহিনী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়া ত্রিপক্ষীয় বৈঠক শেষে একটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়, যেখানে তুর্কী মন্ত্রী হুলুসি আকার ও ব্রিটিশ মন্ত্রী
বেন ওয়ালেস তুরস্ক ও ব্রিটেনের মধ্যকার বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

ত্রিপক্ষীয় ও দ্বিপাক্ষিক বৈঠকের ফলাফলের ব্যাপারে হুলুসি আকার সংক্ষেপে বলেন, খুবই ইতিবাচক ও গঠনমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সূত্র: ইয়েনি শাফাক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img