বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বাংলাদেশ ও ভারতসহ ২৬ দেশের নাগরিকদের পাকিস্তান প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ২৬ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান।

শনিবার (১২ জুন) দেশটির ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি) এই নিষেধাজ্ঞা দিয়েছে।

পাকিস্তানের জাতীয় স্বাস্থ্য সেবা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, করোনা মোকাবিলায় বিভিন্ন দেশকে তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের করোনা টেস্ট না করলেও হবে।

‘বি’ ক্যাটাগরির দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের যাত্রা শুরুর ৭২ ঘণ্টা আগে অবশ্যই কোভিড-১৯ পিসিআর নেগেটিভ টেস্টের সার্টিফিকেট লাগবে। আর ‘সি’ ক্যাটাগরিতে থাকা দেশ থেকে কেউ পাকিস্তানে ঢুকতে পারবেন না। তবে ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টারের নির্দেশনা মেনে নির্দিষ্ট কিছু মানুষ আসতে পারবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইরান, ভুটান, ফিলিপাইন, আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো, ইন্দোনেশিয়া, কোস্টারিকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, ইকুয়েডর, নামিবিয়া, ইরাক, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, প্যারাগুয়ে, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img