বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

রিমান্ড শেষে মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে কারাগারে প্রেরণ

মাওলানা মাহমুদ হাসান গুনবীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রোববার (২৫ জুলাই) শাহআলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মুহাম্মাদ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার (২৪ জুলাই) মাওলানা মাহমুদ হাসান গুনবীকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন মামলায় তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের উপ-পরিদর্শক মাসুদ রানা। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে শনিবার (১৭ জুলাই) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, ১৫ জুলাই রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ-সংলগ্ন এলাকা থেকে মাওলানা মাহমুদ হাসান গুনবীকে গ্রেফতার করে র‍্যাব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img