শনিবার, এপ্রিল ২০, ২০২৪

প্রথম বিদেশ সফরে সৌদিতে গেলেন ওমানের সুলতান

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু করেছেন ওমানের সুলতান হাইছাম বিন তারিক আল-সায়িদ।

রবিবার দুই দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন তিনি।

এই সফরে ইয়েমেন যুদ্ধ ছাড়াও দুই দেশের অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

ওমানের সুলতানকে স্বাগত জানান সৌদি বাদশাহ সালমান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই ৮৫ বছর বয়সী সৌদি বাদশাহর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এছাড়াও ওমানের সুলতানকে স্বাগত জানানোর সময় উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

ঋণ জর্জরিত ওমানে বেকারত্বের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটাই দেশটির সুলতানের প্রথম বড় কোনও চ্যালেঞ্জ। তবে দায়িত্ব নেওয়ার পর ব্যয় সংকোচনসহ বেশ কিছু সংস্কারমূলত পদক্ষেপ নিয়েছেন সুলতান।

সুত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img