বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কুখ্যাত গুয়ান্তানামোর বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা স্থগিত করেছে আমেরিকা

কুখ্যাত গুয়ান্তানামোয় আটক বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দিয়েছে আমেরিকা।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ ঘোষণা দেয়।

অধিকাংশ আমেরিকানকে বাদ দিয়ে অপরাধীদের টিকার অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে রিপাবলিকানদের প্রতিবাদের মুখে এ কর্মসূচি থেকে সরে আসা হয়েছে।

শনিবার পেন্টাগনের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

প্রতিরক্ষা দফতরের মুখপাত্র জন কিরবি টুইটবার্তায় বলেন, আমরা পরিকল্পনা সামনে এগিয়ে নিচ্ছি না। আমরা বাহিনীর নিরাপত্তা বিধান পুনর্বিবেচনা করছি। মার্কিন বাহিনীকে নিরাপদ রাখার বাধ্যবাধকতার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

কিউবার গুয়ান্তানামো বে-তে মার্কিন নৌঘাঁটিতে তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে আটক বন্দিদের রাখা হয়েছে। এখানে ৯/১১ টুইন টাওয়ারে হামলার অভিযোগে শীর্ষ আল কায়েদা নেতা খালিদ শেখ মোহাম্মদও আছেন।

সপ্তাহের শুরুতে মার্কিন গণমাধ্যমকে পেন্টাগন জানায়, আটক ও বন্দিদের টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা স্বেচ্ছায় এই টিকা নিতে পারবেন। এর পরেই রিপাবলিকান দলের কাছ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করে।

উল্লেখ্য, করোনা মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকা। এখন পর্যন্ত ৪ লাখ ৩৬ হাজার মার্কিন নাগরিক প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে দুই কোটি ৬০ লাখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img