বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অস্ত্র দিয়ে কাশ্মীর সঙ্কট সমাধান করা যাবে না: জাতিসংঘের মহাসচিব

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেদশী দেশ- পাকিস্তান ও ভারতের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘের মহাসচিব এন্থনিও গুতেরেস বলেছেন, কয়েক দশক ধরে চলমান কাশ্মীর সঙ্কট অস্ত্র দিয়ে সমাধান করা যাবে না। দুই দেশ যেন একত্রে বসে গুরুত্ব দিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করে । এ ব্যাপারে মহাসচিবের অফিস দু’পক্ষের মধ্যে সমঝোতা করতে সদাপ্রস্তুত। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সঙ্ঘাত এ অঞ্চলের জনগণ ও গোটা বিশ্বের জন্য ভয়ানক দুর্ভোগ বয়ে আনবে।

নতুন বছরের প্রথম সংবাদ সম্মেলনে পাকিস্তানি বার্তা সংস্থা এপিপি র সাংবাদিক ইফতেখার আলির প্রশ্নের জবাবে জাতিসঙ্ঘ মহাসচিব এসব কথা বলেন।

এদিকে, শুক্রবারও ভারতীয় বাহিনীর গুলিতে দক্ষিণ কাশ্মীরের পুলোয়ান জেলায় তিনজন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়েছেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img