বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নাগার্নো-কারাবাখে উভয় পক্ষ যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, নাগার্নো-কারাবাখ অঞ্চলে যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলছে দু’পক্ষই।

রোববার (২২ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী জাকের হাসানুফের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়া, আর্মেনিয়া ও আজারবাইজানের যৌথ বিবৃতি অনুযায়ী নাগার্নো-কারাবাখের ২৩টি পর্যবেক্ষণ পোস্টে মোতায়েন রয়েছে রুশ শান্তিরক্ষী বাহিনী। তারা সেখানে দায়িত্ব পালন করছে। শরণার্থীরাও ফিরে আসতে শুরু করেছে বলে তিনি জানান।

এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলীয়েভের সঙ্গেও বৈঠক করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। আলীয়েভ বলেছেন, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরত বাস্তবায়িত হচ্ছে।

কারাবাখ অঞ্চলে তিন সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে গত ৯ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করে আর্মেনিয়া ও আজারবাইজান। ওই চুক্তি অনুযায়ী শুক্রবার আজারবাইজানের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কারাবাখের আগদামের নিয়ন্ত্রণ নিয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img