শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা অব্যাহত থাকবে: কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, আফগানিস্তানে টেকসই শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য পাকিস্তান গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।

শনিবার (২১ আগস্ট) ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমদ আল-উসাইমিনের সঙ্গে এক টেলিফোন আলাপে এ কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

কোরেশি বলেন, মুসলিম বিশ্বের উচিত শান্তি, স্থিতিশীলতা ও উন্নত দেশ গঠনে প্রত্যাশী আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা।

কোরেশি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগানিস্তানের অর্থনীতি, পুনর্গঠন, পুনর্বাসন এবং মানবিক প্রয়োজনে আফগান জনগণের পাশে থাকা।

পাক পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, টেলিফোন আলাপে দু’পক্ষ আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img