শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেকোনো উৎসব নিরাপদ করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম করতে দেবো না। পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের ‘দুর্গাপূজার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, কোথায় কী থ্রেট রয়েছে, সেটা সম্পর্কে কোনো মন্তব্য করবো না। তবে যেকোনো থ্রেট মোকাবিলায় আমাদের নিরাপত্তা বাহিনীসহ গোয়েন্দা বাহিনী সব সময় সজাগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ ‘প্রতিমা’ তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাওয়ার যাবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img