শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশ-ভারত দু’দেশ হলেও আমাদের রক্ত এক: ভারতীয় হাইকমিশনার

‘বাংলাদেশ ও ভারত দুই দেশ হলেও আমাদের রক্ত এক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ি হিন্দু ধর্মাবলম্বীদের ‘পূজামণ্ডপ’ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, এ সময়ে আমরা অনেক ‘মহিষাসুরেরর’ মুখোমুখি। কোভিড, ঘৃণা, বিদ্বেষ অন্ধকার ঘিরে রয়েছে। ‘দুর্গাপূজা’ এসব নাশ করে দেশ, জাতি, বিশ্বের মঙ্গল করতে উদ্বুদ্ধ করুক।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে উজ্জীবিত করে সোনার বাংলা গঠনে কাজ করে যেতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভারতীয় হাইকমিশনের ২য় সচিব (কূটনৈতিক) দীপ্তি অলংঘাট, সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img