শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা ও নিপীড়ন বন্ধ করতে হবে: ইসলামী আন্দোলন

ভারতের আসাম রাজ্যে সম্প্রতি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের লোকদের কথিত উচ্ছেদের নামে তাদের ওপর যে হামলা ও নিপীড়ন চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যগ্ম মহাসচিব আলহাজ্ব আমিনুল ইসলাম।

রবিবার (১০ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের উদ্যোগে সহযোগী সংগঠনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দরং জেলায় কয়েক শ মুসলিম পরিবারকে সরকারি জমি থেকে উচ্ছেদের সময় পুলিশের অভিযানকে নিপীড়ন এবং সহিংসতা বলে অভিহিত করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।

লাকসামস্থ আনন্দ ফুড প্যালেসে জেলা সভাপতি মাওলানা নূরুদ্দিন হামিদীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা নেছার উদ্দিন সুমনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব শহিদুল্লাহ ভুইয়া ও আল হেলাল মাহমুদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img