শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা

ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ফিলিস্তিনি টিভি চ্যানেল ‘কুদস’ জানিয়েছে. প্রতিরোধের সক্ষমতা বাড়াতে নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। নতুন ক্ষেপণাস্ত্র ভূমি থেকে সাগরে নিক্ষেপ করা হয়েছে। তবে নয়া ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে কিছু বলা হয়নি।

গত সপ্তাহে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের চ্যানেল-টুয়েলভ দাবি করে, ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস সাগর উপকূল থেকে চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

অবশ্য কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।

তিনি স্পষ্ট করে বলেছিলেন, হামাসের কারখানাগুলোতে হাজার হাজার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চলছে। দখলদার ইসরাইলের ঔদ্ধত্য ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের সময় ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা তেল আবিবসহ দখলদারদের বিভিন্ন শহরে ব্যাপক সংখ্যক ক্ষেপণাস্ত্র বর্ষণ করে। এর ফলে বাধ্য হয়ে আগ্রাসন বন্ধ করে ইহুদিবাদীরা।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img