শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

১৫ থেকে ২০ দিনের মধ্যে পিয়াজের দাম কমবে: কৃষিমন্ত্রী

আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পিয়াজের দাম কমে যাবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, পিয়াজ সিজনভিত্তিক। একদম পিয়াজের শেষ মুহূর্ত। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পিয়াজের দাম কমে যাবে। পিয়াজ পচনশীল হওয়ায় কৃষকরা মজুত রাখতে না পারায় এবং পিয়াজের মৌসুম শেষ মুহূর্তের কারণে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এটা কমে যাবে। গ্রীষ্মকালীণ এবং আমদানিকৃত পিয়াজ বাজারে এলেই দাম কমে যাবে।

রবিবার (১০ অক্টোবর) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রথমে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দুটি গবেষণাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশের জমি খুবই উর্বর, জলবায়ু খুবই অনুকূল। এটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমাদের মিঠা পানি আমাদের একটা বিরাট সম্পদ। বঙ্গবন্ধু বারবার বলতেন আমার উর্বর জমি রয়েছে, আমরা কেন খাদ্যে ঘাটতি থাকব? আমরা খাদ্যে ঘাটতিতে নেই। এখন উদ্বৃত্ত, এই উদ্বৃত্ত ফসল আমরা সারা পৃথিবীতে রফতানি করব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img