বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

যেসব আলেমের ব্যাংক হিসাব তলব করা হয়েছে

দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ ২৪ আলেমের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ৩০টি মাদরাসার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে গত ৩১ মার্চ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে ওই ২৪ আলেমসহ ৫৪ জন নেতার ব্যাংক হিসাব তলব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

ব্যাংক হিসাব তলব চাওয়া ২৪ আলেমের মধ্যে রয়েছেন হেফাজতের সাবেক মহাসচিব মরহুম আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. ও আশুগঞ্জের বেড়তলা মাদরাসার সাবেক পরিচালক মরহুম মাওলানা জোবায়ের আহমাদ আনসারী রহ.।

আল্লামা বাবুনগরী ও মরহুম আল্লামা কাসেমী রহ. এর ব্যাংক হিসাব ছাড়াও লেনদেন বিবরণী চাওয়ার তালিকায় রয়েছেন- সরকার স্বীকৃত কওমী মাদরাসা শিক্ষাবোর্ড আল-হাইয়্যাতুল উলয়া চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা ইসমাইল নূরপুরী, ব্রাহ্মণবাড়িয়ার দারুল আরকাম মাদরাসার পরিচালক ও হেফাজতের নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া- বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুছিয়া মাদরাসার পরিচালক মুফতী মোবারক উল্লাহ, হেফাজতের অর্থ সম্পাদক মাওলানা মুনির হোসাইন কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, ব্রাহ্মনবাড়িয়ার জামেয়া ইউনুসিয়ার শিক্ষা সচিব মাওলানা আশেক এলাহী, বাংলাদেশ ইমাম ও মুসল্লি ঐক্য পরিষদের (ডেমরা) সদস্য সচিব মাওলানা মাহমুদুল হাসান সিরাজী, কদমতলীর মাওলানা আব্দুল আলিম সাইফি, শ্যামপুরের মাওলানা আব্দুল হক, ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর মাদরাসার পরিচালক মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, সৈয়দুন্নেছা মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইদ্রিস, অষ্টগ্রাম বাজার মাদরাসার মাওলানা বোরহান উদ্দিন, সরাইল উচালিয়া মাদরাসার পরিচালক মাওলানা জহিরুল ইসলাম, দারমা মাদরাসার পরিচালক মাওলানা মেরাজুল হক কাসেমী, নাটাই দক্ষিণ বিরাসার মাদরাসার পরিচালক মাওলানা আবু তাহের ও ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর মাদরাসার মাদরাসার ছাত্র মাওলানা জিয়াউদ্দিন।

হিসাব চাওয়া মাদরাসাসমূহের মধ্যে রয়েছে- দেশের প্রধান ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামের পটিয়া পৌরসভার আল-জামিয়া আল-ইসলামিয়া মাদরাসা, ফটিকছড়ির বাবুনগর আজিজুল উলুম মাদরাসা, নাজিরহাট আল জামেয়াতুল আরাবিয়া নাসিরুল ইসলাম মাদরাসা, আল জামিয়াতুল ইসলামিয়া হামিউস-সুন্নাহ মেখল, জামিয়া ইসলামিয়া কাসেমুল উলুম, ঢাকার জামিয়াতুল ইব্রাহিম মাদরাসা, জামিয়া হামিদিয়া নাছেরুল ইসলাম, মাহমুদিয়া মাদরাসা, মদিনাতুল উলুম, আল-জামিয়াতুল কোরআনিয়া তালিমুদ্দিন হেফজখানা ও এতিমখানা, আফতাবনগর হাফেজুল উলুম মাদরাসা ও এতিমখানা, তালীমুল কুরআন বালক-বালিকা মাদরাসা ও এতিমখানা, হাফেজিয়া তালীমুল কোরআন মাদরাসা ও এতিমখানা, আশিয়া এমদাদুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানা, ভুজপুরের উত্তর বারমাসিয়া হাফেজুল উলুম ইসলামিয়া মাদরাসা , দাতমারা তালিমুল কোরআন ইসলামিয়া মাদরাসা, আল জামিয়া ইসলামিয়া এমদাদুল ইসলাম মাদরাসা, আল মাহমুদ ইসলামিয়া বালক-বালিকা মাদরাসা, আল মাদরাসাতুল ইসলামিয়া আরাবিয়া হেফজখানা ও এতিমখানা, নারায়ণগঞ্জের সানারপাড় জামিয়াতুল আবরার হাফিজিয়া মাদরাসা, সিদ্ধিরগঞ্জের মাহাদুশ শাইখ ইদ্রিস আল ইসলামী, আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, আশরাফিয়া মহিলা মাদরাসা, আল-জামিয়াতুল ইসলামিয়া নূরুল কোরআন, আব্দুল আলী দারুস সালাম হিফজুল কোরআন মাদরাসা, ইফয়জুল উলুম মুহউচ্ছন্নাহ আরাবিয়্যাহ, ভূঁইয়াপাড়া জামিয়া মুহাম্মদীয়া মাদরাসা, মারকাজুল তাহরিকে খতমে নবুওয়াত কারামাতিয়া মাতালাউল উলুম মাদরাসা এবং নূরে মদিনা দাখিল মাদরাসা।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর নির্দেশনায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অতীতে বা বর্তমানে কোনো অ্যাকাউন্ট পরিচালিত হলে যাবতীয় তথ্য বিএফআইইউকে জানাতে হবে। এ ক্ষেত্রে হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img