বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান বন্ধ থাকেনি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার কারণে গত ১৭ মাস সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাঠদান বন্ধ থাকেনি। এ সময় শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ ছিল ঠিকই। কিন্তু টেলিভিশন এবং অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান চলমান ছিল।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যখন আমরা দেখলাম কিছু সংখ্যক শিক্ষার্থী টেলিভিশন ও অনলাইনের ক্লাসের সুযোগ পাচ্ছে না তখন তাদের জন্য অ্যাসাইনম্যান্টের ব্যবস্থা করেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাসিম আখতার, জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিউর মুখ্য কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান, চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img