শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

পাঞ্জাবের স্কুলে বাধ্যতামূলক কুরআন শিক্ষাকে সমর্থন জানাল ৯৫ শতাংশ জনগণ

পাকিস্তানের পাঞ্জাবে প্রাথমিক স্কুলগুলোতে বাধ্যতামূলক কুরআনুল কারীম শিক্ষার পদক্ষেপকে সমর্থন জানিয়েছে ৯৫ শতাংশ জনগণ।

দেশটির শীর্ষস্থানীয় জরিপ গবেষণা সংস্থা গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যান্ড জিলানি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের চারটি প্রদেশের নারী-পুরুষদের এ বিষয়ে জিজ্ঞাস করা হয় যে, সম্প্রতি পাঞ্জাব সরকার প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত কুরআনুল কারীম শিক্ষাকে বাধ্যতামূলক করে। আপনি কি এ পদক্ষেপকে সমর্থন করেন? অনেকে এ পদক্ষেপকে সমর্থন জানায়। আবার কেউ কেউ এর বিরোধিতা করে। আপনার মতামত কী?

উল্লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে ৯৫ শতাংশ লোক পাঞ্জাব সরকারের এ পদক্ষেপের সমর্থন করেন। অপরদিকে এক শতাংশ এর বিরোধিতা করেন এবং চার শতাংশ এ বিষয়ে কোনো মতামত জানাননি।

গত ১৬ জুলাই পাঞ্জাব পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড (পিসিটিবি) এক বিবৃতিতে জানায়, পাঞ্জাব সরকার বাধ্যতামূলক কুরআনুল কারীম শিক্ষা আইন-২০১৮ অনুসারে প্রদেশের প্রাথমিক স্তরের সব মুসলিম শিক্ষার্থীদের জন্য পবিত্র কুরআনুল কারীম শিক্ষা বাধ্যতামূলক করেছে। মাদরাসাসহ সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img