বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমিরাতে গিয়ে মার্কিন ঘাঁটিতে ঠায় নিলেন উজবেকিস্তানে পালিয়ে যাওয়া ১৭৫ আফগান পাইলট

সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয়ের জন্য ঠায় নিলেন তালেবানের কাবুল নিয়ন্ত্রণের পর উজবেকিস্তানে পালিয়ে যাওয়া মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের বিমানবাহিনীর ১৭৫ জন পাইলট। বর্তমানে আমিরাতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে তারা অবস্থান করছেন।

গত ১২ সেপ্টেম্বর তাদের ওই ঘাটিতে নিয়ে যাওয়া হয় বলে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন টেক্সাস থেকে নির্বাচিত সিনেটর অগাস্ট ফ্লুগার।

জানা যায়, মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের বিমানবাহিনীর ৪৭৫ জন পাইলট উজবেকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ধাপে ১৭৫ জনকে আবুধাবির মার্কিন ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সবাইকে সেখান থেকে আমেরিকায় পূনর্বাসন করা হবে।

এদিকে উজবেকিস্তান জানিয়েছে, তাদের দেশে আশ্রয় নেওয়া আফগান বিমানবাহিনীর ১৬০টি বিমান ও হেলিকপ্টারের মধ্যে ৪৬টি ফেরত চলে গেছে। বাকি বিমান ও হেলিকপ্টারসহ আফগান পাইলটদের ফিরত পাঠানোর জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে আফগানিস্তানের নতুন সরকার।

আফগান সরকারের তরফ থেকে তাদের অভয় দিয়ে জানানো হচ্ছে যে, দেশে ফিরলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img