শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন পাশ করার দাবিতে হেফাজতের ওলামা সম্মেলন অনুষ্ঠিত

মহান আল্লাহ তায়ালা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে আইন পাশ করার জন্য সরকারের নিকট আহ্বান জানিয়েছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (২৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে এই
আহ্বান জানানো হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, শত ব্যস্থতা থাকা সত্ত্বেও আজকে আমাদের কথাগুলো নিজের কানে শুনার জন্য এবং আমাদেরকে কাছ থেকে দেখার জন্য অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। এজন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসলাম ও জনগণের খেদমতের তৌফীক দান করুন।

তিনি বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক, আপনারা সবাই অবগত আছেন যে, যে সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তার নামের সাথে সংগঠনের কাজ, উদ্দেশ্য ও দায়িত্বের পুরোপুরী মিল রয়েছে। আমরা জাতিগতভাবে মুসলিম। আমাদের ধর্ম ইসলাম। আল্লাহর দেওয়া বিধান কুরআন মজীদ ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রদর্শিত পথ ও পদ্ধতির উপর ভিত্তি করে ইসলামী জীবন পরিচালিত হয়। তাই আমরা কুরআন-সুন্নাহকে জীবনের সকল ক্ষেত্রে দিক নির্দেশনা ও বিধানাবলীর উৎস হিসেবে মানি ও বিশ্বাস করি। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রিয় জীবনে কুরআন-সুন্নাহর দিক-নির্দেশনা ও বিধানাবলীকে বাস্তবায়ন করে সে মতে জীবন যাপন করার নামই মূলতঃ ইসলামী জীবন।

দ্বীন, ঈমান ও আকীদা-বিশ্বাস নিয়ে যারা জীবন যাপন করবে তারা সঠিক ‘মুসলমান’। ইসলামের বিধান মতে, প্রত্যেক মুসলিম নর-নারী নিজে তার আকীদা-বিশ্বাস, আমল-আখলাক, লেন-দেন এবং মুআমালাত-মুআশারাত ইত্যাদি সব বিষয় হেফাজতের জিম্মাদার। এর জন্য প্রয়োজনে জান-মাল পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে। ইসলামের পুরা ইতিহাস আমাদের কাছে এটাই প্রমাণ করে। মূলতঃ ‘হেফাজতে ইসলাম’ শব্দের অর্থও তাই। এই হিসেবে দেখতে গেলে প্রত্যেক মুসলিম নিজেই তার ইসলামের হেফাজত করতে বাধ্য। চাই হোক তা ব্যক্তিগত জীবনে বা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে।

মূলতঃ এই চিন্তা ধারার প্রতিফলন হিসেবে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের হেফাজতের উদ্দেশ্যে ‘হেফাজতে ইসলাম’ নামের এই সংগঠনের উৎপত্তি। শুরু থেকে এই পর্যন্ত দেশের সর্বস্তরের আলেম-ওলামা ও পীর-মাশায়েখদেও পরামর্শে হেফাজতে ইসলাম এই কাজই করে আসছে। প্রায় ৯৫% ভাগ মুসলিমের দেশে জনগণের ঈমান আমল, চিন্তা-চেতনা ও ইসলামী মূল্যবোধ রক্ষার আন্দোলনে হেফাজতে ইসলাম অকল্পনীয় ভুমিকা রাখতে সক্ষম হয়েছে। ঈমানের দাবি হিসেবে দল-মত নির্বিশেষে সবাইকে এই সংগঠনের সাথে শরীক থাকা দরকার। আমি নিজেও আজীবন এটার সাথে থাকব ইনশাআল্লাহ। আর আপনাদেও সবাইকে এবং আপনাদেও মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের সকল মুসলিমকে এই চিন্তা ধারার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়, জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে হেফাজতের কোনো প্রার্থীতা নেই, প্রপাগান্ডাও নেই। কোনো রাজনৈতিক দলের সাথে হেফাজতের সংশ্লিষ্টতা নেই। আমরা বারবার বলেছি, এখনো বলছি, কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের এজেন্ডা নয়। হেফাজতের ব্যনারে কোনো রাজনৈতিক কর্মকান্ড করার কোনো সুযোগও নেই। আমরা শুধু ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও তাহজিবের বিকাশ এবং নাস্তিক্যবাদের প্রতিরোধে কাজ করে যাবো। মত প্রকাশের স্বাধীনতার নামে ধর্ম অবমাননা ও কটূক্তির সব প্রয়াস বন্ধ করে দেয়ার জন্য আমাদের সকল প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে। হেফাজত তার সুনির্দিষ্ট রূপ প্রকল্প তথা ১৩ দফা দাবি সুন্দর ও নিয়ম তান্ত্রিকভাবে আদায়ের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাবে। আমরা সরকারের শত্রু নই, সরকারের কাজ সরকার করুক, আমাদের কাজ আমরা করব। তবে নাস্তিক্যবাদী শক্তি যদি মাথা চাড়া দেয় এবং কুরআন, আল্লাহ, রসূল এবং ধর্ম নিয়ে কটূক্তি করে, এতে সরকার যদি কোন অ্যাকশন না নেয়, অথবা সরকার যদি নিজের পক্ষ থেকে এমন কোন পদক্ষেপ নেয় যা শরীয়াহ পরিপন্থি তাহলে ঈমানের তাগিদে আমরা তার প্রতিবাদ করব এবং প্রয়োজনে গণতান্ত্রিক পন্থায় আন্দোলনে যেতে বাধ্য হবো। নিঃস্বার্থভাবে সরকারকে নসিহত করা বা সৎপরামর্শ দেয়া একটি মহৎ কাজ বরংঈমানী দায়িত্ব।

তিনি আরো বলেন, বর্তমানে আমরা ইতিহাসের কঠিন সময় পার করছি, আমাদের চতুর্দিকে কান রাখতে হবে। প্রকাশ্যে অপ্রকাশ্যে কেউ বা কোনো গোষ্ঠী ইসলামের বিরূদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা সে বিষয়ে সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে, যেন কেউ না কেউ আমাদেরকে প্রতিহিংসা এবং সহিংসতায় জড়িয়ে দিয়ে আমাদের মধ্যকার শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাচ্ছে। তাই সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যে, সরকার যেন আল্লাহ, রসূল, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরূদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্ত মূলক শাস্তির আইন পাস করে।

হেফাজত আমীর বলেন, আমাদের বেশ কিছু আলেম-ওলামা এখনো জেলে আবদ্ধ আছেন। আমরা আজকের দিনে তাদের স্মরণ করছি এবং সরকারের কাছে এই অনুরোধ রাখছি যে, তাদের বিষয়গুলো বিবেচনায় এনে তাদেরকে দ্রুত রেহাই দেয়ার ব্যবস্থা করা হোক। আর মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক এবং দেশে পুনরায় আস্থা, স্থিতিশীলতা, ভালবাসা ও বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনা হোক। এতে করে দেশ ও দশের কল্যাণ বয়ে আসবে ইনশাআল্লাহ।

প্রধান আলোচক হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. দ্বীনি দাবি-দাওয়া আদায়ের জন্য ২০১০ সালে এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাকালীন থেকেই হেফাজতের কোনও রাজনৈতিক ভিশন বা মিশন নেই। আমাদের সাবেক আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী রহ. বারবার বলেছেন, ‘কাউকে ক্ষমতায় বসাতে বা ক্ষমতা থেকে নামানোর কাজ হেফাজত করে না। আমরা দ্বীনি দাবিগুলো সরকারের সামনে উপস্থাপন করে থাকি, সরকার সেগুলো পূরণ করলেই আমরা সন্তুষ্ট।’

তিনি বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব আমাদের আজকের এই সম্মেলনে এসেছেন। আমি তাঁকে হেফাজতের নেতাকর্মী ও সকল সমর্থকদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সবসময় আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক ও আন্তরিকতা বজায় রাখেন। তারই ধারাবাহিকতায় আজকে তিনি হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত হয়েছেন। এছাড়াও তিনি অতীতে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও আল্লামা জুনাইদ বাবুনগরী রহ.-এর সাথেও বিভিন্ন ইস্যুতে একাধিকবার বৈঠক করেছেন। আমরা দুআ করি সারা দেশের কওমী অঙ্গনের ওলামা-মাশায়েখ এবং দেশের মসজিদ সমূহের ইমাম-খতিবদের সাথে যেন ওনার সম্পর্ক আরো গভীর হয়।

আল্লামা নুরুল ইসলাম বলেন, আলেম-ওলামারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম পাহারাদার। সেই ইংরেজ আমল থেকে আলেম-ওলামারা দেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব কোরবান করেছেন। দেশের আলেম-ওলামারা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে কঠোর অবস্থানে ছিলেন এবং আছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল নজির বাংলাদেশের আলেম-ওলামারাই গড়েছেন। আমরা জোর দিয়ে বলতে পারি, প্রতিটি মসজিদের মিম্বর থেকে আলেমরা সম্প্রীতির বাণী ছড়িয়ে দেন বলেই ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতির নজির দেখতে চাইলে আপনারা হাটহাজারী মাদরাসার দিকে তাকান। দেখতে পাবেন মাদরাসার প্রধান মসজিদ বাইতুল করিমের দেয়াল ঘেঁষে রয়েছে হিন্দু সম্প্রদায়ের মন্দির। ১২৫ বছরের ইতিহাসে হাটহাজারী মাদরাসা ও মন্দিরের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। এরপরেও কিছু মানুষ আলেম-ওলামাদের ওপর মিথ্যা ও বানোয়াট অপবাদ দিয়ে থাকে, যা অত্যন্ত দুঃখজনক।

হেফাজত মহাসচিব বলেন, গত মার্চ মাসে দেশে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা বারবার হেফাজতের পক্ষ থেকে কোনও কর্মসূচি নাই বলার পড়েও কিছু অতি উৎসাহীদের কারণে এমন কিছু ঘটনা ঘটেছে, যা সরকার, জনগণ, আলেম-ওলামা ও দেশের জন্য ক্ষতিকর হয়েছে। আমরা আহ্বান জানাবো, এসব ঘটনার উস্কানিদাতা ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে আমাদের আহ্বান থাকবে নিরীহ আলেম-ওলামাদের মুক্তির ব্যবস্থা করুন। ইতোমধ্যে অনেক নিরীহ আলেম-ওলামা মুক্তি পেয়েছেন। আমরা তার জন্য শুকরিয়া জানাই। আমরা আশাকরি অন্য যে সকল নিরীহ আলেম-ওলামা কারাগারে বন্দি আছেন, সরকার তাদেরকেও মুক্তি দিবেন।

হেফাজতে ইসলাম আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে ৪ দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। দফাগুলো হলো-

এক: আল্লাহ ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে মহান জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করার জন্য অদ্যকার ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে হেফাজতে ইসলাম সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে।

দুই: কাদিয়ানি সম্প্রদায় (আহমদিয়া জামাত) কুরআন-হাদিস-ইজমা-কিয়াস ও সারা বিশ্বের ওলামা-মাশায়েখ এবং মুফতিদের সর্বসম্মত ফতোয়া মোতাবেক কাফের। তারা মুসলমান না হয়েও মুসলমানদের লেবাসে সরলপ্রাণ মুসলমানদেরকে ঈমানহারা করছে। দেশে তাদের ভ্রান্ত মতবাদ প্রচারণার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে অরাজক পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে।

সুতরাং কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের যাবতীয় অপতৎপরতা বন্ধের জন্য অদ্যকার ওলামা মাশায়েখ সম্মেলন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে।

তিন: হেফাজতের মামলায় এখন পর্যন্ত অনেক নেতাকর্মী, আলেম-ওলামা আটক আছেন। কারাগারে থাকা আলেম-উলামা ও হেফাজতের নেতাকর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যহারের জোর দাবি জানাচ্ছি।

চার: বাংলাদেশের সংবিধানে মিমাংসিত ও অপরিবর্তনশীল বিষয় “রাষ্ট্র ধর্ম ইসলাম”-কে কটাক্ষ করে কতিপয় দায়িত্বশীলদের কাণ্ডজ্ঞানহীন বক্তব্য এবং বিরোধিতার প্রতি হেফাজতে ইসলামের অদ্যকার ওলামা মাশায়েখ সম্মেলন অত্যন্ত ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্যে সরকারের নিকট হেফাজতে ইসলাম জোর দাবি জানাচ্ছে।

হেফাজতের ওলামা-মাশায়েখ সম্মেলনে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা সাজিদুর রহমান, অধ্যক্ষ মিজানুর রহমান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, হেফাজত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মাওলানা ইয়াহইয়া, মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুজিবুর রহমান হামিদি, মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জসিমউদদীন লালবাগ, মাওলানা হারুন আজিজি, মুফতী মোবারকুল্লাহ, মুফতী মুহাম্মদ আলী কাসেমী ও মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img