শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বর্তমানের আফগানিস্তান বিশ্বের সাথেও ভালো সম্পর্ক রাখবে: ইমরান খান

তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তান বিশ্বের সাথেও ভালো সম্পর্ক রাখবে বলে মত প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, পাকিস্তান ও এ অঞ্চলের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল, সার্বভৌম ও সমৃদ্ধ আফগানিস্তান প্রয়োজন। এ আফগানিস্তান বাকি বিশ্বের সাথেও ভালো সম্পর্ক রাখবে।

শুক্রবার (১২ নভেম্বর) পাকিস্তান সফররত তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকিসহ কাবুল প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন বলে পাক প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে।

ইমরান খান বলেন, ১৫ আগস্ট তারিখে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটির ৯.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অর্থ আটকে রেখেছে যুক্তরাষ্ট্রের জো বাইডেন সরকার। আফগানিস্তানের অর্থনৈতিক ধ্বস মোকাবেলায় দেশটির গচ্ছিত সম্পদ ফেরত দেওয়া প্রয়োজন।

সফররত আফগান প্রতিনিধি দলকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিশ্চয়তা দিয়ে বলেন, আফগানিস্তানকে সকল ধরনের সমর্থন ও মানবিক সহায়তা দিবে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে, আফগানিস্তানকে তাৎক্ষণিক মানবিক সাহায্য দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইতোমধ্যে আফগানিস্তানে গম, আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে বিভিন্ন জরুরি ওষুধ ও তাবু পাঠানো হয়েছে। এছাড়া পাকিস্তানের মধ্য দিয়ে ভারতের ট্রাকবোঝাই গমও আফগানিস্তানে পাঠানোর বিষয়টি নিয়ে ভাবছে ইসলামাবাদ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img