বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

মসজিদের জামায়াতে সামাজিক দূরত্ব তুলে নিয়েছে তুরস্ক

মসজিদের জামায়াতে সামাজিক দূরত্ব বাদ দিয়ে নামাজ আদায়ের অনুমোদন দিয়েছে তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। করোনা সংক্রমণ রোধে সরকারের গৃহীত বিধি-নিষেধ শিথিলের অংশ হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়।

শুক্রবার (১২ নভেম্বর) তুরস্কের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান ড. আলি আরবাশ এ বিবৃতিতে একথা জানিয়েছেন। দেশের সব মুফতীদের কাছে পাঠানো এক বিবৃতিতে তিনি সব মুসল্লিদের সারিবদ্ধভাবে আগের মতো নামাজ আদায়ের কথা জানান।

ড. আলি আরবাশ বিবৃতিতে বলেন, ‘করোনা মহামারি সংক্রমণ শুরুর পর মসজিদে উন্মুক্ত জামায়াত স্থগিত করা হয়। এরপর গত বছর মে মাসে মসজিদ খোলা হলেও নামাজের জামায়াতে মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্বসহ সব ধরনের স্বাস্থ্যবিধি পালন আবশ্যক করা হয়।

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে তুরস্কের অধিকাংশ লোক করোনা টিকা গ্রহণ করায় এ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। তুরস্কের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব তুলে নিয়ে নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। তবে সব মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরাসহ সতর্কতামূলক সব ধরনের বিধি-নিষেধ পালন করতে হবে।’

সূত্র : ডেইলি সাবাহ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img