বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গাজার সেই বিধ্বস্ত ভবনের মালিক আন্তর্জাতিক আদালতে

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে (আইসিসি) অভিযোগ করেছেন গাজার বিধ্বস্ত এক বহুতল ভবন মালিক। এএফপি, আলজাজিরাসহ ৩৩টি গণমাধ্যমের দপ্তরও ছিল ওই ভবনে। জালা টাওয়ার নামে
সেই বিখ্যাত ১৩ তলা ভবনটি ১৫ মে গুড়িয়ে দেয় দখলদার ইসরাইল।

ইসরাইলের এ উদ্দেশ্যপ্রণোদিত নাশকতাকে আন্তর্জাতিক আইনের ‘যুদ্ধাপরাধ’ ধারায় আইসিসিতে মামলা করেছেন ভবন মালিক জাওয়াদ মেহদি।

শনিবার (২২ মে) সংশ্লিষ্ট আইনজীবীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এএফপি।

অভিযোগকারী জাওয়াদ মেহদি বলেন, ১৫ মে ইসরাইলিদের হামলায় জালা টাওয়ারটি ধ্বংস হয়েছিল, বিশ্বের প্রভাবশালী সব গণমাধ্যমের দপ্তরও ছিল। এটা রীতিমতো যুদ্ধাপরাধ।

অভিযোগনামার একটি কপি এএফপির কাছে রয়েছে। আইসিসির প্রধান প্রসিকিউটর গত সপ্তাহে জানিয়েছিলেন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সাম্প্রতিক এ যুদ্ধে ‘অপরাধ’ সংঘটিত হতে পারে।

আইনজীবী গিলস ডেভারস এক বিবৃতিতে জানিয়েছেন ধ্বংসপ্রাপ্ত ওই ভবনের মালিক আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের মামলার নির্দেশ দিয়েছেন।

জাওয়াদ মেহদি জানান, ইসরাইলের একজন গোয়েন্দা কর্মকর্তা হামলার এক ঘণ্টা আগে তাকে ১৩ তলা ভবনটিতে ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বলে সতর্ক করেছিলেন। তারা তা বিশ্বাস করেননি। এক ঘণ্টা পরই ভবনি ধ্বংস হয়েছিল। তবে আইসিসির প্রসিকিউটরের কাছে দায়েরকৃত অভিযোগের বিষয়টি আমলে নেওয়া বা না নেওয়ার ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img