বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

বেঁচে থাকলে পড়াশোনা হবে; আপাতত শিক্ষার্থীদের ধৈর্য ধরা উচিত: ভিসি আখতারুজ্জামান

করোনা পরিস্থিতিতে দেশব্যাপী চলছে লকডাউ। এই লকডাউনো বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বেশি জরুরি। জীবনে বেঁচে থাকলে পড়াশোনা করা যাবে, সবকিছু করা যাবে। শিক্ষার্থীদের আপাতত ধৈর্য ধরা উচিত। শিক্ষার্থীদের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।

শনিবার (২২ মে) বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এসব কথা বলেন ঢাবি উপাচার্য।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর কয়েকটি নির্দেশনা রয়েছে জানিয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নজরে আনার জন্য সরকার সংশ্লিষ্টদের কড়াভাবে নির্দেশনা দিয়েছে। বিশেষ করে, শিক্ষার্থীদের কীভাবে ভ্যাকসিনের আওতায় আনা যায়, সে বিষয়ে স্বাস্থ্য অধিদফতর এবং বিশ্ববিদ্যালয়গুলোকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপরও বাড়তি কথা বলার সুযোগ আছে কী?

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img