হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকীকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
শনিবার (২২ মে) বিকালে পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদন আমলে নিয়ে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে শুক্রবার (২১ মে) রাতে র্যাব-৭ চট্টগ্রামের একটি দল চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকা থেকে থেকে মাওলানা ইনামুল হাসানকে গ্রেফতার করে।
এ সময় তিনি তার গ্রামের বাড়ি নোয়াখালী থেকে হাটহাজারী মাদ্রাসার উদ্দেশ্যে আসছিল। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে র্যাদব তাকে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করে।