বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

এবার আমেরিকার কাছে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

দেশে করোনার টিকার সংকট দেখা দেওয়ার পর এবার যুক্তরাজ্যের কাছ থেকে ১৬ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আমেরিকার টেলিভিশন আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে টিকা চাওয়ার বিষয়ে কথা বলেছেন।

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় সংক্রমণ বেড়ে যাওয়ার অক্সফোর্ড উদ্ভাবিত টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এ কারণে বাংলাদেশও আপাতত ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা পাচ্ছে না।

এমন পরিস্থিতিতে আইটিভির সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের টিকা পরিস্থিতিকে ‘সংকট’ বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা টিকা পেতে মরিয়া।

আব্দুল মোমেন আরও বলেন, ভারত ভয়ংকর সংকটময় মুহূর্ত পার করছে। দেশটির করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আমরা এই পরিস্থিতি বুঝতে পারছি। ফলে তারা যে পরিমাণ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img