শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নি‌র্দোষ প্রমা‌ণিত হলেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ এম‌পি আপসানা বেগ‌ম

সরকারি আবাসন নি‌য়ে প্রতারণার মামলায় নি‌র্দোষ প্রমাণিত হ‌য়ে‌ছেন বাংলা‌দেশি বং‌শোদ্ভূত ব্রিটেনের এম‌পি আপসানা বেগ‌ম।

শুক্রবার (৩০জুলাই) লন্ড‌নের স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্ট এ রায় দিয়েছেন।

৩১ বছর বয়সী আপসানার বিরুদ্ধে আদাল‌তে হাউজিং ফ্রডের তিনটি অভিযোগ আনা হ‌য়। তিন লাখ পাউন্ড মূল‌্যমা‌নের ইসল অব ডগ‌সের যে ফ্লাট‌টি নি‌য়ে তার বিরু‌দ্ধে প্রতারণার অভি‌যোগ তোলা হ‌য়ে‌ছে সে‌টি টাওয়ার হ‌্যাম‌লেট‌স কাউন্সিলের অর্ন্তগত। মামলার শুরু থে‌কেই আপসানা নি‌জের বিরু‌দ্ধে আনা অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ ব‌লে আস‌ছি‌লেন, তি‌নি ষড়য‌ন্ত্রের শিকার। এই রায়ে যা আপসানা কথাই সত্য প্রমাণিত হল।

ব্রিটে‌নের সর্বশেষ জাতীয় নির্বাচ‌নে লন্ড‌নের সব‌চে‌য়ে বে‌শি বাংলা‌দেশি বহুল এলাকা পপলার লাইমহাউস থে‌কে লেবা‌র পা‌র্টির প্রার্থী হিসেবে কনজারভেটিভ প্রার্থী শিউন ওককে প্রায় ২৯ হাজার ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হন আপসানা।

তার জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসে হলেও বাংলাদেশে তার বাবার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। আপসানার বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর ছিলেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img