বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

তুরস্কের বিখ্যাত আলেম শায়খ নেয়ামাতুল্লাহ তুর্কি ইন্তেকাল করেছেন

তুরস্কের বিখ্যাত আলেম ও ইসলাম প্রচারক শায়খ নেয়ামাতুল্লাহ তুর্কি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর।

শায়খ নেয়ামাতুল্লাহ তুর্কি ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রাজ্ঞ আলেম ও ইসলাম প্রচারক। তিনি পবিত্র মদিনায় ১৫ বছর মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। মক্কার জাবালে হেরা প্রান্তরের আন নুর মসজিদের ইমাম হিসেবে ১৫ বছর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইস্তাম্বুলের বিখ্যাত সুলতান আহমদ মসজিদসহ বহু মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

নানা শ্রেণি ও পেশার মানুষের কাছে বিচিত্র পদ্ধতিতে ইসলামের সৌন্দর্য তুলে ধরতেন তিনি। ইউরোপ ও এশিয়ার ৫০টিরও বেশি দেশে তিনি ইসলাম প্রচারের জন্য সফর করেছেন। থাইল্যান্ড, জার্মানি, কোরিয়ার মদের বার থেকে অসংখ্য মদ্যপ লোককে মসজিদের আঙিনায় নিয়ে আসেন তিনি। মানুষের কাছে সহজভাবে হাসিমাখা মুখে ইসলামের কথা বর্ণনা করা ছিল তুর্কি এই আলেমের অন্যতম বৈশিষ্ট্য।

১৯৮১ সালে চীন সরকারের অনুমতিক্রমে দেশটিতে এক হাজারের বেশি পবিত্র কোরআনের কপি পাঠিয়েছেন।

শায়খ নেয়ামাতুল্লাহ জাপানে ১৫ বছর অবস্থান করেন। এ সময় রাজধানী টোকিওতে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি প্রসারে একটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা করেন। জাপান, কোরিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের হাজার হাজার লোক তাঁর হাতে ইসলাম গ্রহণ করেছে।

সূত্র: ইয়েনি শাফাক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img