মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

লকডাউন বাড়বে কি না, জানা যাবে ৩ বা ৪ আগস্ট : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকার ঘোষিত দেশব্যাপী লকডাউন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। তবে এই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

শনিবার (৩০ জুলাই) গণমাধ্যমকে এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে ৫ তারিখের পর কী হবে সে বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব। তবে লকডাউন কী পরিসরে থাকবে তা আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। আলোচনা করে সিদ্ধান্ত জানাবো।

তিনি বলেন, চলমান এই লকডাউন কঠোরতম ছিল। সে অনুযায়ী আমাদের সবকিছুই বন্ধ ছিল। কিন্তু এখন তো আর সেটি থাকছে না। এখন স্বল্প পরিসরে খোলা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের শিল্প-কারখানা খোলা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img