বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ট্রেনে অর্ধেক যাত্রী, স্টেশনে স্বাস্থ্যবিধি অমান্য করে গাদাগাদি ভীড়

আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণের লাগাম টেনে ধরতে ১১ দফা বিধিনিষেধ মানতে বলছে সরকার। স্বাস্থ্যবিধি মানার ওপর দেওয়া হয়েছে জোর। এরই ধারাবাহিকতায় অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলছে ট্রেন। এতে ট্রেনের ভেতরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের চিত্র বেশ মানানসই। তবে কমলাপুর রেলস্টেশনের চিত্র সম্পূর্ণ বিপরীত। মাস্ক ছাড়া গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে সবাই।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সরেজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র।

স্টেশনে ঢুক‌তে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও অনেকে তা মানছে না- এমন অভিযোগের উত্তরে দারোয়ান আব্দুর সাত্তার বলেন, মাস্ক ছাড়া কাউ‌কে স্টেশনে ঢুকছে দেওয়া হচ্ছে না। মুখে মাস্ক না থাকলে কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তারাও টিকিট বিক্রি করছেন না। এখন কেউ য‌দি ভিত‌রে ঢু‌কে মাস্ক খু‌লে ফে‌লে তাহ‌লে কী করার আছে? তারপরও আমরা স্বাস্থ্যবিধি পরিপালনে ক‌ঠোর অবস্থায় আছি। তবে মানুষ য‌দি নিজে সচেতন না হয় তাহ‌লে এ‌টি বাস্তবায়ন করা ক‌ঠিন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img