মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

তালেবানকে সমর্থন করার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করল আসামের বিজেপি সরকার

তালেবানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে ভারতের আসামের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) রাতে আসামের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইউএপিএ, সাইবার ক্রাইম এবং ভারতীয় ফৌজদারি আইনের নানা ধারায় তাদের গ্রেফতার করা হয়েছে। তালেবান যোদ্ধাদের পক্ষে কিছু না লিখতে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরও তাদের সমর্থনে নানা ধরনের পোস্ট তারা সোশ্যাল মিডিয়ায় করছিল।

আসাম রাজ্যের কামরূপ মেট্রোপলিটন, বারপেটা, ধুবরি, করিমগঞ্জ, দারাং, কাছার, হাইলাকান্দি, দক্ষিণ শালমারা, গোয়ালপাড়া এবং হাজোই এই ১৪ যুবককে গ্রেফতার করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img