শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ফিলিস্তিনি বন্দীদের উপর ইসরাইলের নির্মম নির্যাতনের ভিডিও প্রকাশ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইহুদিবাদী কারারক্ষীদের নির্মম নির্যাতনের ভিডিও প্রকাশ করেছে ইসরাইলের পত্রিকা দৈনিক হারেৎজ। ওই ভিডিওতে মোট ৫৫ জন ফিলিস্তিনি বন্দীর উপর ১০ জন ইসরাইলী কারারক্ষীর নির্মম নির্যাতনের করুণ দৃশ্য দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, হামাসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কারারুদ্ধ ফিলিস্তিনিদেরকে কারারক্ষীরা লাথি, ঘুষি ও লোহার তৈরি কারাগারের বিশেষ লাঠি দিয়ে মেরেই চলেছে। এমনকি নির্যাতনের মাত্রাতিরিক্ততায় তারা মাটিতে কুঁজো এবং মুষড়ে পড়ে থাকলেও তারা তাদের পিটাচ্ছে! আবার অনেক ফিলিস্তিনি কয়েদিকে তারা ঘন্টার পর ঘন্টা কুঁজো হয়ে থাকতে এবং আওয়াজ না করার জন্য বাধ্য করতেও দেখা যায়।

জানা যায়, নির্যাতনের দৃশ্যটি ২০১৯ সালের ২৪ মার্চে ইসরাইলের নেগেভ কারাগারের সিকিউরিটি ক্যামেরায় ধারণকৃত, যা পরবর্তীতে হামাস সংশ্লিষ্ট ৫৫ জন ফিলিস্তিনি নামে নথিভুক্ত করে সংরক্ষণ করে রাখা হয়েছিলো।

হারেৎজের তথ্যমতে, ইসরাইলের লাহাভ ৪৩৩ ইউনিটের পুলিশ যারা কারাগারের অফিসারদের জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালন করে থাকে, তারা ১০ জনের মধ্যে শুধুমাত্র ৪ জন নির্যাতনকারী কারারক্ষীর বিষয়ে তদন্ত করেছে। আশ্চর্যের বিষয় হলো ৪ জনের নির্যাতনের বিষয়ে তদন্ত হলেও তারা কাউকেই গ্রেফতার করেনি!

ইসরাইলের সেই তদন্ত কর্মকর্তারা বলছে, তদন্ত এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত অপরাধই তাদের শাস্তি বৃদ্ধির মূল কারণ ছিল।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ইহুদিবাদী ইসরাইলের নেগেভ কারা কর্তৃপক্ষ দাবি করে বলে, কয়েকজন কারারক্ষী তাদের ইউনিটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করছিলো। কারণস্বরূপ দুজন ইসরাইলী অফিসারকে হামাস কর্মীদের ছুরিকাঘাতের ঘটনায় কারাগারে সহিংসতা ছড়িয়ে পড়ার কথা বললেও সিকিউরিটি ক্যামেরায় ধারণকৃত সেদিনকার ভিডিও ফুটেজে এমন কোনো ঘটনাই পরিলক্ষিত হয়নি বলে উল্লেখ করে হারেৎজ।

তবে সেদিন রাতে কারাগারে নির্যাতিত এক ফিলিস্তিনির দায়েরকৃত অভিযোগ পত্রে ওই ঘটনাকে ইসরাইলী কারারক্ষীদের রুটিন মাফিক মারাত্মক নৃশংসতা বলে উল্লেখ করেন। অভিযোগ পত্রে সে আরও বলা হয় যে এক কারারক্ষী তাকে ৭ থেকে ৮ বার ক্ষণে ক্ষণে লোহার তৈরি কারাগারের বিশেষ লাঠি (আয়রন ব্যাটন) দিয়ে অনবরত মেরেছে।

হত্যার অভিযোগে ২০ বছরের কারাদণ্ড প্রাপ্ত আরেক ফিলিস্তিনি বন্দী আলী দা’আনা বলেন, আমি মাটিতে লুটিয়ে পড়লেও মুখোশধারী কারারক্ষীরা আমাকে অনবরত পিটিয়ে গেছে। আমি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত বললেও তারা নির্যাতন না থামিয়ে পিটাতে পিটাতে বলছিলো এটা কোনো ব্যাপার না!

প্যালেস্টিনিয়ান প্রিজনারস সোসাইটির তথ্যমতে ইসরাইলের কারাগারে বন্দী থাকা প্রায় ৯৫ শতাংশ ফিলিস্তিনিই তাদের কারাজীবন ও জিজ্ঞাসাবাদ চলাকালীন নির্যাতন ও দুর্ব্যবহারের শিকার হোন এবং দুর্বল-অপর্যাপ্ত চিকিৎসা সেবা পেয়ে থাকেন।

উল্লেখ্য, ১৯৬৭ সনে অবৈধভাবে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের পর নিজেদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেওয়া ইসরাইল শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮ লক্ষ ফিলিস্তিনিকে কারারুদ্ধ করেছে বলে জানা যায়। যাদের মধ্যে ৪ হাজার ৫ শত জন এখনো বিভিন্ন অভিযোগে কারাগারে অসহ্য যন্ত্রণায় দিনাতিপাত করছেন। সাড়ে তিন শতাধিক ফিলিস্তিনি কোনো মামলা মুকাদ্দামা ও অভিযোগ ছাড়ায় কারা নৃশংসতার শিকার হচ্ছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img