শনিবার, এপ্রিল ২০, ২০২৪

বাংলাদেশে করোনা নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব প্রশংসা করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসায় সারাবিশ্ব এখন প্রশংসা করছে। বিশ্বস্বাস্থ্য সংস্থাসহ অনেক রাষ্ট্র ভ্যাকসিনসহ বিভিন্ন সহযোগিতা দিতে এগিয়ে আসছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় শুভ্র সেন্টারে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন ‘পূজামণ্ডপে’ সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এ পর্যন্ত ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ৫০ ভাগ মানুষ ভ্যাকসিন পাবে। শিগগির ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের মধ্যে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ‘পূজায়’ আনন্দ করবেন, প্রার্থনা করবেন কিন্তু করোনার কথা ভুলে গিয়ে অতিমাত্রায় আনন্দ করে বিপদ টেনে আনবেন না। খেয়াল রাখতে হবে আনন্দটা যেন আনন্দই থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা অনেক কমে গেছে। কিন্তু বাড়তে তো সময় লাগবে না। আপনারা দেখেছেন অনেক রাষ্ট্রে করোনা আবার বাড়ছে। আমরা চাই না আমাদের দেশে কোনো অনুষ্ঠানের মাধ্যমে করোনা আবার বাড়ুক। ধর্মের পাশাপাশি বিজ্ঞানটাও মাথায় রেখে চলতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img