বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

‘শিয়া মসজিদে’ বোমা হামলায় দোষীদের শাস্তি দেওয়ার ঘোষণা আফগান সরকারের

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুন্দুজ শহরের খানাবাদ বন্দর এলাকার শুক্রবার (৮ অক্টোবর) শিয়া ধর্মাবলম্বীদের ‘মসজিদে’ যে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে, তাতে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন দেশটির সরকার।

আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

টুইট বার্তায় তিনি লিখেন, এই ঘৃণ্য হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। ইসলামিক আমিরাত এই ঘৃণ্য হামলার জোরালো ভাষায় নিন্দা জানাচ্ছে এবং হামলার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, ইনশা আল্লাহ।

গতকাল শিয়া ধর্মাবলম্বীদের অধ্যুষিত একটি ‘মসজিদে’ আত্মঘাতি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। এছাড়াও এতে শতাধিক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। এ ভয়াবহ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে দায়েশ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img