শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এক সময় সরকারে নারীদেরকেও যুক্ত করা হবে: সুহাইল শাহীন

তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারে এক সময় নারীদেরও যুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির পক্ষ থেকে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ও তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

সুহাইল বলেন, আফগানিস্তানের জনগণ সরকারব্যবস্থা ও মন্ত্রিসভায় দেশের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করতে প্রস্তুত আছে। একসময় সরকারে নারীদেরও যুক্ত করা হবে।

তিনি বলেন, নির্বাচনভিত্তিক সরকার কখনও আফগান জনগণ মেনে নেবে না; এবং বিশ্বকে অবশ্যই আফগান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার মাত্র তিন মাসের মধ্যে দেশের প্রায় সবগুলো প্রদেশের পুনরায় নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। এরপর ধারাবাহিকতায় তারা সরকার গঠন করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img