শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তালেবান সরকারের সহযোগিতায় ঘরে ফিরছে যুদ্ধে বাস্তুচ্যুত আফগান নাগরিকরা

আফগানিস্তানের যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে রাজধানী কাবুলে আশ্রয় নেয়া আফগানীদের নিজ নিজ এলাকায় ফেরত যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

শনিবার প্রথম দফায় উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো থেকে পালিয়ে আসা এক হাজারের বেশি আফগান পরিবারকে তাদের নিজেদের এলাকায় ফেরত পাঠানো হয়েছে।

আফগানিস্তানে সাবেক আশরাফ গনি সরকারের নিরাপত্তা বাহিনী ও তালেবানের মধ্যে সংঘর্ষ থেকে বাঁচতে উদ্বাস্তু এই আফগানরা নিজেদের বাড়ি ছেড়ে রাজধানীতে এসে আশ্রয় নিয়েছিলেন।

তালেবানের শরণার্থী বিষয়ক প্রধান আবদুল মতিন রহিমজাই জানান, কাবুলের শাহর-ই-নও পার্কে আশ্রয় নেয়া এক হাজার পাঁচ উদ্বাস্তু পরিবারকে বিভিন্ন ত্রাণ সংস্থার সহায়তায় তাদের নিজ এলাকায় ফেরত পাঠানো হয়েছে।

জাতিসঙ্ঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে শুধু ২০২০ সালের সংঘর্ষেই প্রায় তিন লাখ আফগান বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন।

এর আগে টানা ২০ বছরের যুদ্ধে প্রায় ৩০ লাখ আফগান উদ্বাস্তু হয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img