শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ওয়াশিংটন ডিসিতে উইঘুরদের বিক্ষোভ

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে শুক্রবার সংখ্যালঘু উইঘুরদের ওপর চীনের নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মানবাধিকার কর্মীরা।

চীনের ৭২তম প্রজাতন্ত্র দিবসে এ বিক্ষোভ মিছিল হয়। এ সময় যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া উইঘুররাও এতে অংশ নেন। শতাধিক মানবাধিকার কর্মী কালো টি-শার্ট পড়ে ওই বিক্ষোভ মিছিলে অংশ নেন। খবর আনাদোলুর।

বিক্ষোভকারীরা বলেন, চীনা সংস্কৃতি শেখানোর নামে ১০ লাখেরও বেশি সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ধরে আটক করে রাখা হয়েছে বন্দিশালায়।

সেখানে নারীদের ধর্ষণের পাশাপাশি পুরুষদের ওপরও চালানো হচ্ছে নানা ধরনের নির্যাতন।

শুক্রবার তারা যুক্তরাষ্ট্রের রাজধানীর লিঙ্কন মেমোরিয়ালের সামনে জড়ো হয়ে ওই বিক্ষোভ সমাবেশ করেন।

এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একাধিক সদস্য যোগ দেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img