শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষের একত্রে কাজ করা প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী

অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারী পুরুষের একত্রে কাজ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

তিনি বলেন, বাংলাদেশ দিন দিন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে আরো অনেক দূর এগিয়ে নিতে হলে প্রয়োজন নারী পুরুষের একত্রে কাজ। ইসলামের মহীয়সী নারী আমাদের মা খাদেজা (রা.) ব্যবসা করেছেন। তবে তাঁরা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ছিলেন সততার উজ্জ্বল নক্ষত্র। শালীনতা বজায় রেখে নারী পুরুষের একত্রে কাজের সুযোগ তৈরি হলে উন্নয়নের পথ আরো সুগম হবে।

শনিবার (২ অক্টোবর) দুপুর ১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়ে শামছিয়া ফাজিল মাদরাসায় আইসিটি ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, জ্ঞান বিজ্ঞান আর প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা অর্জনের মাধ্যমে উন্নত জাতি গঠনে সরকার কাজ করছে। এজন্যে প্রয়োজন পরিশ্রম। পরিশ্রম ছাড়া অগ্রগতি কখনও সম্ভব নয়। পরাধীনতা আমাদেরকে অনেক পিছিয়ে রেখেছিল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার উন্নয়নের পথে হাঁটছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img