শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অরুণাচল সীমান্তে চীনের নতুন ৩টি গ্রাম, ভারতের ঘুম হারাম

অরুণাচল সীমান্তের খুব কাছে নতুন করে অন্তত তিনটি গ্রাম নির্মাণ করেছে চীন।

এখব দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এতে করে পূর্ব লাদাখে সংঘাতের আবহ না কাটতেই চীনের সঙ্গে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে ভারতের।

এ বিষয়ে এখনও ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও, বিষয়টির ওপর নজর রয়েছে বলে জানিয়েছে তারা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারত, চীন, ভুটান- তিন দেশের সীমান্তে অবস্থিত বুম লা গিরিপথের জংশনে সীমান্তের মাত্র ৫ কিলোমিটার দূরে নিজেদের ভূখণ্ডে গত এক বছরে অন্তত তিনটি গ্রাম তৈরি করেছে চীন।

ডোকালাম থেকে মাত্র ৭ কিলোমিটারের মধ্যে এ গ্রামগুলোর স্যাটেলাইট চিত্র পাওয়া গেছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে।

ওই চিত্রে দেখা যায়, এ বছরের ১৭ ফেব্রুয়ারি একটি মাত্র গ্রাম ছিল। তাতে ২০টি কাঠামো ছিল। ২৮ নভেম্বরের আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, আরও অন্তত ৩টি এনক্লেভ তৈরি হয়েছে।

অর্থাৎ এই গ্রামগুলো ১৭ ফেব্রুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে নির্মাণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি এনক্লেভে কাঠের তৈরি প্রায় ৫০টি কাঠামো বা বাড়ি রয়েছে। ১ কিলোমিটারের দূরত্বে তৈরি নতুন এই ৩টি গ্রামের সঙ্গে সংযোগকারী রাস্তাগুলোও পাকা, পিচের তৈরি।

গ্রামগুলোতে অন্য এলাকা থেকে বাসিন্দাদের নিয়ে আসা হয়েছে বলেও দাবি করা হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img