শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগানিস্তান ও জার্মানি থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আটকে দিতে যাচ্ছে মার্কিন কংগ্রেস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও জার্মানি থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত দিয়েছেন তা আটকে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে কংগ্রেস। নতুন পলিসি বিলের আওতায় ট্রাম্পের সিদ্ধান্ত আটকে দেবে কংগ্রেস।

আফগানিস্তান থেকে ২,০০০ এবং জার্মানি থেকে ১২ হাজার সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কিন্তু সেনা প্রত্যাহারের জন্য অর্থ বরাদ্দ দেবে না কংগ্রেস। ফলে এ দুটি দেশ থেকে সেনা প্রত্যাহার আটকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

আফগানিস্তানে সাড়ে চার হাজার সেনা মোতায়েন রয়েছে। সেখান থেকে ১৫ জানুয়ারির মধ্যে ২,০০০ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

এছাড়া ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের আওতায় জার্মানি থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানানো হবে। এর আগে ট্রাম্পের সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img