বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নাস্তিক্যবাদী গোষ্ঠীর হোতা ইনুরাই ধর্মের অপব্যাখ্যা করে: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাকায় সমাবেশ করা হয়েছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবি সংবিধান বিরোধী। জাসদ সভাপতি হাসানুল হক ইনু ওলামায়ে কেরাম, দেশের শীর্ষ ধর্মীয় নেতবৃন্দকে গালি-গালাজ করে সরকারের কৃপা পাওয়ার চেষ্টা করছে। নাস্তিক্যবাদী গোষ্ঠীর হোতা ইনুরাই ধর্মের অপব্যাখ্যা করে এবং নিজেকে ধর্মভীরু পরিচয় দিতে হজ্ব করে, মাথায় টুপি পরিধান করে নির্বাচনী বৈতরণী পার করে। এখন নিলজ্জভাবে ইসলাম ও ওলামায়ে কেরামগণকে নিয়ে অশালীন বক্তব্য বিবৃতি দিয়ে নিজেদের আসল চরিত্র জাহির করার চেষ্টা করছে।

শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশে-এর কেন্দ্রীয় কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন।

প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের এ পূণ্যভূমিতে ইসলাম ও ইসলামী রাজনীতি আছে এবং থাকবে। এ নিয়ে যারা বাড়াবাড়ি করছে তাদের মতলব ভালো নয়। ধর্মপ্রাণ ঈমানদার জনতা ইসলামের পক্ষে আছে এবং থাকবে। একটি রাজনৈতিক উচ্ছিষ্টভোগি দালাল চক্র ইসলাম নিয়ে হরহামেশা বিদ্বেষ ছড়াচ্ছে এবং স্বাধীনতা যুদ্ধের দোহাই দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মূলত এদের ভুমিকাই ছিল প্রশ্নবিদ্ধ। স্বাধীনতার ৫০ বছর পর এসে ইসলামবিদ্বেষী চক্রগুলো জাতিকে বিভ্রান্ত করে দেশের সম্প্রীতি নষ্ট করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। ধর্মভিত্তিক রাজনীতি ছিল, আছে এবং থাকবে। ধর্মের বিরুদ্ধে অবস্থান নিলে মুসলমানরা নিরবে বসে থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী ও হারুন অর রশিদ প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img