মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

করোনা টিকার জন্য সবাই ভারতের দিকে তাকিয়ে: দাবি মোদির

করোনাভাইরাসের টিকার জন্য ভারতের দিকে সবাই তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, ‘কোভিডের প্রতিষেধক তৈরি নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী আমাদের বিজ্ঞানীরা। সস্তা এবং নিরাপদ প্রতিষেধক হাতে পাওয়াই এই মুহূর্তে প্রধান লক্ষ্য গোটা বিশ্বের। তার জন্য সবাই ভারতের দিকে তাকিয়ে রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রতিষেধক তৈরি হয়ে যাবে বলে আশা বিশেষজ্ঞদের। বিজ্ঞানীদের কাছ থেকে সঙ্কেত পেলেই দেশজুড়ে টিকাকরণ শুরু হবে।’

শুক্রবার সর্বদলীয় বৈঠকে এসব কথা বলেন নরেন্দ্র মোদি। খবর আনন্দবাজার পত্রিকা ও এনডিটিভির।

তিনটি আলাদা প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ চলছে ভারতে। খুব শীঘ্রই টিকাকরণ শুরু হয়ে যাবে। তিনি জানিয়েছেন, টিকাকরণের ক্ষেত্রে শুরুতে স্বাস্থ্যকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। তবে কারা প্রথমে টিকা পাবেন, তা কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে আলোচনার মাধ্যমেই স্থির হবে।

মোদি আরও বলেন, আমাদের বিশেষজ্ঞরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনের বিষয়ে আশাবাদী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img