শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

এবার ভারতের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি

শ্রীলঙ্কায় আঘাতের পর ভারতের দক্ষিণ উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় বুরেভি।

শুক্রবার (০৪ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও কেরালার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি। এরইমধ্যে রাজ্য দুটিতে সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছে।

শুক্রবার সকাল থেকেই ভারি বৃষ্টি অব্যাহত আছে চেন্নাইসহ পুরো তামিলনাড়ুতে। গেল কয়েক ঘণ্টায় রাজ্যটিতে রেকর্ড পরিমাণ বৃষ্টি পরিমাপ করা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় বুরেভির প্রভাবেই এই বৃষ্টি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

দিক না পাল্টালে ঘূর্ণিঝড়টি শুক্রবারই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও কেরালার উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে।

এর আগে বৃহস্পতিবার শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img