বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নিরাপত্তার জন্য সহায়তা চাইতে সৌদি ও আমিরাতে যাবেন ভারতের সেনাপ্রধান

ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক বৃদ্ধি করতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।

পিটিআইয়ের খবরে বলা হয়, আগামী রোববার সম্ভবত ওই দুই দেশে সফরের জন্য তিনি রওনা হতে পারেন। সৌদি আরব ও আরব আমিরাতের দুই দেশেই তার দুই দিন করে সফরের কথা রয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে প্রথমে ভারতীয় সেনাপ্রধান সৌদি আরব যাবেন। পরে তিনি ভারতের ঘনিষ্ঠ বন্ধু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেওয়া সংযুক্ত আরব আমিরাত যাবেন। সফরে তিনি ওই দুই দেশের সেনাপ্রধান ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ভারতের সেনাপ্রধান সৌদি আরবে এমন সময় সফর করছেন যখন ওই দুই দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের টানাপড়েন চলছে। এদিকে তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দৃঢ় হওয়ার কারণেই মূলত মধ্যপ্রাচ্যের ওই দুই দেশের সঙ্গে ইমরান খান সরকারের সম্পর্ক অবনতি হয়েছে।

গত আগস্ট মাসে কাশ্মীর ইস্যুতে সৌদি আরব ওআইসির বৈঠক আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img